ঢাকা, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৪ আশ্বিন ১৪৩১
good-food
৬১

বিমানবন্দরে মাহিয়া মাহিকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ২৯ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও দেশ ছাড়ার চেষ্টা করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় ‘রুই-কাতলা’। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়।


আওয়ামী সরকার পতনের পর কোনো ধরনের অপরাধী যেন দেশ ছাড়তে না পারে, এ জন্য বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ধারাবাহিবতায় বিমানবন্দরে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বেষ্টনীর মুখে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি।


চিত্রনায়িকা মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে। সেখানে  কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় তাকে। উদ্দেশ্য একটাই, অন্যসব নাগরিকের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা। অপরাধীদের তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করা।তাকে জিজ্ঞাসাবাদের সময় নথিপত্র খোঁজ করা হয়।