ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩৩

বিমান ছিনতাইচেষ্টা নিয়ে সংসদে প্রতিমন্ত্রীর বিবৃতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৪ ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

বিমান ছিনতাইচেষ্টা নিয়ে বিবৃতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে তিনি এই বিবৃতি দেন।

মাহবুব আলী বলেন, বিজি ১৪৭ বিকেল ৫টা ১৩ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে। বিমানটি পূর্ব সিডিউল অনুযায়ী বিকেল ৫টা ৪২ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পূর্বে বিমানে যাত্রী বেশে এক অস্ত্রধারী আকস্মিক যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে। পাশাপাশি বিমান উড়িয়ে দেয়ার হুমকি চিৎকার করতে থাকে। বিমানের কর্তব্যরত ক্যাপ্টেন অত্যন্ত বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব সাহসিকতার সঙ্গে দুষ্কৃতকারীকে কথোপকথনে ব্যস্ত রেখে কালক্ষেপণ করেন। ইতিমধ্যে ক্রুদের সহায়তায় বিমানের সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানবাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের ত্বরিত উদ্যোগে যাত্রী ক্রুদের নিরাপদে নিয়ে আসা সম্ভব হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো র‌্যাবের একটি চৌকস দল বিমানবন্দরে অবস্থান নেয়। কমান্ডোরা বিমানের ভেতরে প্রবেশ করেন। ঝটিকা আক্রমণ করে দুষ্কৃতকারীকে নিষ্ক্রিয় করেন। একপর্যায়ে কমান্ডো অভিযানে গুলির আঘাতে ছিনতাইকারী আহত হয়। পরে মৃত্যুবরণ করে।

তিনি বলেন, বিমানটিতে ১৪৮ জন যাত্রী জন ক্রু ছিলেন। সবাই নিরাপদে আছেন। বিমানটিও অক্ষত রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। সময়মতো প্রতিবেদন জানানো হবে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর