ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৫৫২

বিমান থেকে নামানো হলো অনলাইন ক্যাসিনোর মূল হোতাকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫২ ৩০ সেপ্টেম্বর ২০১৯  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজ থেকে এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। 
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার এ খবর দিয়েছেন। 
আটক ব্যক্তির নাম সেলিম প্রধান। তিনি
বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর কান্ট্রি হেড। তার বাড়ি নারায়ণগঞ্জে।

সোমবার দুপুরে সেলিমকে আটক করা হয়। ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে রওনা করার কথা ছিল ফ্লাইটটির। তবে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর একটি ইউনিট হাজির হলে সেটি ছাড়তে ৩টা বেজে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক আগ মুহূর্তে বিজনেস ক্লাস থেকে সেলিমকে নামিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। 
আটক ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কি না-তা এখনও জানা যায়নি। তবে তিনি অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর