ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩৪

বিরোধীদল পেল একটি সংসদীয় কমিটির সভাপতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৭ ১১ ফেব্রুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে  ১০টি সংসদীয় কমিটি গঠিত হয়েছে।

রোববার সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ ধারা মতে কমিটি গঠনের প্রস্তাব করলে তা ধ্বনী ভোটে পাস হয়ে যায়। সংসদের কার্যউপদেষ্টা কমিটিসহ এ পর্যন্ত মোট ৩৪টি কমিটি গঠন করা হলো। বিরোধী দলীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে সভাপতি করে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়।


সাবেক মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজারকে সভাপতি করে গঠন করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : প্রতিমন্ত্রী জাকির হোসেন, কাজী কেরামত আলী, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ চুমকি, আলী আজম, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও জোয়াহেরুল ইসলাম।

একাব্বর হোসেনকে সভাপতি করে গঠন করা হয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সদস্যরা হলেন : মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, অ্যাডভোকেট আবু জাহির, রেদওয়ান আহমেদ তৌফিক, ছলিমউদ্দিন তরফদার, সৈয়দ আবু হোসেন, শেখ সালাহউদ্দিন ও সৈয়দ আবু হোসেন বাবলা।

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে সভাপতি করে গঠন করা হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এ কমিটির সদস্যরা হলেন : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম, আফজাল হোসেন, ইকরামুল হক চৌধুরী, নজরুল ইসলাম, ফরিদুল হক খান ও নুরুন্নবী চৌধুরী শাওন।

বি এম তাজুল ইসলামকে সভাপতি করে গঠন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : প্রতিমন্ত্রী ডা. এনামুল হক, সোলায়মান জোয়ার্দার ছেলুন, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন চৌধুরী। 

সাবেক হুইপ শহীদুজ্জামান সরকারকে সভাপতি করে গঠন করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শামসুর রহমান শরিফ, আবু জাহির, আলী আসগর, এস এম জগলুল হায়দার, নুরুল ইসলাম তালুকদার ও আসলাম হোসেন।

সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদকে সভাপতি করে গঠন করা হয়েছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, ইউসুফ আবদুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ফজলে হোসেন বাদশা, বজলুল হক হারুন ও আহমেদ আদেলুর রহমান।

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সভাপতি করে গঠন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ড. বীরেন শিকদার, নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, আবদুস সালাম মোর্শেদী, জুয়েল আরং, এ এন এম নাইমুর রহমান দুর্জয় ও মাশরাফি বিন মর্তুজা।

জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজীকে সভাপতি করে গঠন করা হয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এই কমিটির সদস্যরা হলেন : ড. মহীউদ্দিন খান আলমগীর, আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আবদুস শহীদ, আফছারুল আমীন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মঞ্জুর হোসেন, মোস্তফা লুৎফুল্লাহ ও আসাদুল ইসলাম টিটো।

উবায়দুল মুক্তাদির চৌধুরীকে সভাপতি করে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির সদস্যরা হলেন : মন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক আসলাম, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান ও শেখ তন্ময়। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর