ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭১৯

বির্তক আর বিক্ষোভ নিয়ে চলছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৮ ১২ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কলকাতায় কংগ্রেসের অঙ্গসংগঠন যুব কংগ্রেসের বিক্ষোভে মুক্তিই পেল না বলিউডের এই মুহূর্তের বহুল আলোচিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। তবে বহুল আলোচিত ছবিটি নিয়ে মুক্তির অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল বির্তক।

ছবিটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মানমহনসিংহ কে নিয়ে নির্মিত সেখানে গান্ধী পরিবারের সবাইকে নিয়েও চরিত্র আছে। যেখানে গান্ধী পরিবারের টানাপড়েনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী মানমহনসিংহ কিভাবে প্রধানমন্ত্রী হলেন সেই বিষয়টি দৃষ্টি রেখে নির্মাণ করা হয়েছে। 

শুক্রবার কলকাতার হিন্দ সিনেমা হলে সকাল সাড়ে এগারোটায় ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন যুব কংগ্রেস কর্মীরা। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও ১৫ মিনিট পরেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা।

হল কর্তৃপক্ষ জানায়, প্রথম শোতে ৮২ জন দর্শক ঢুকেছিলেন সিনেমাটি দেখতে। তাদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার কারণেই সিনেমাটির শো বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহন সিংহের এই সময়কালের উপর ভিত্তি করে নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ছিলেন সঞ্জয় বারু। তার লেখা এই বই অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

ছবির ট্রেলার প্রকাশের পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। কংগ্রেসের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে এই সিনেমা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেখানো হয়েছে, কিভাবে মনমোহন সিং-কে নিয়ন্ত্রণ করতো গান্ধী পরিবার। এই সিনেমা তাদের দলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচার।

এদিকে কংগ্রেসের সহসভাপতি ও গান্ধী পরিবারের অন্যতম সদস্য টুইট করে সবার উদ্দেশ্যে আহবান করেছেন, ছবিতে দেখনো ঘটনা সঠিক নয়, আপনারা হলে গিয়ে শুধু শুধু ৩০০ টাকা ও আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর