ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১১

বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না ক্রিকেটাররা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ৩০ অক্টোবর ২০২৩  

বিশ্বকাপে টানা ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষ হতেই বাউন্ডারি লাইনে সম্প্রচার মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মাহেদী যেমন বলেছেন, ‘আসলে বলার কিছু নেই। আমাদের জন্য দোয়া করতে পারেন।’

 

যেন পরিস্থিতি থেকে পরিত্রাণে দোয়া ভিন্ন কোন পথ খোলা নেই ক্রিকেটারদের সামনে। ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ পার করছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানও বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

 

ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ হচ্ছে দল। অথচ কোচ-ক্রিকেটাররা কোন সমস্যা খুঁজে পাচ্ছেন না। দলের ‘হালচাল’ বুঝতে কলকাতায় যাওয়া বিসিবি সভাপতি পাপন বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেখানেও তারা বলেছেন, কোন সমস্যা নেই।

 

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘খেলোয়াড়দের সঙ্গে (আজ) বসেছি। তাদের কোন সমস্যা, কোন অভাব আছে কিনা জানতে চেয়েছি। সাকিবের সঙ্গে বসেছি। মুশফিক, রিয়াদ, মিরাজ, লিটনদের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে, কোন সমস্যা নেই। কেন হচ্ছে না, সেটা ওরাও বুঝতে পারছে না।’

 

লম্বা সময় বিসিবির সভাপতি হিসেবে আছেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলের খুব কাছাকাছি থাকেন তিনি। এমন বাজে পরিস্থিতি আগে হয়নি বলেও কলকাতায় সাংবাদিকদের বলেছেন বিসিবি বস।

 

তিনি বলেন, ‘দলের সঙ্গে ১২-১৩ বছর আছি। নতুন কোন দল নিয়ে আসিনি। একটিই পরিবর্তন– তামিম ইকবাল না আসায় নতুন একজন খেলছে। বাকিদের আমরা চিনি ও জানি। তারা সবাই সামর্থ্যবান। দুঃখজনক হলো- এবার প্রথম দিকের চার-পাঁচজন রান পাচ্ছে না। আগে কখনও এটা দেখিনি। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর