ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৮

বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৭ ৯ ডিসেম্বর ২০২০  

২০২০ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস সাময়িকী ফোর্বস। এতে ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসন জিতে টানা তৃতীয়বার সরকার গঠন করে তার দল আওয়ামী লীগ।

 

তারা লিখেছে, এবারের মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তার অনবরত সংগ্রামে বাংলাদেশে গণতন্ত্র শক্ত ভিত পাচ্ছে।

 

মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের বার্ষিক তালিকায় ৩০ দেশের নারী ঠাঁয় পেয়েছেন। এদের মধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান ১০ জন, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী ৩৮ জন এবং বিনোদন জগতের পাঁচজন রয়েছেন।

 

তালিকার শীর্ষস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ নিয়ে টানা দশমবার এই কৃতিত্ব দেখালেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড। আর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর