ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১১০০

বিয়েপাগল সেলিব্রেটিরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ২৫ ডিসেম্বর ২০১৮  

সুখে সংসার করার স্বপ্ন নিয়ে জার্মানির সাবেক চ্যান্সেলার জেরার্ড শ্রোয়য়ডার, ফুটবল কিংবদন্তি লোথার ম্যাথিউস কয়েকবার বিয়ে করেন। সুখের ঘরে দুঃখের আগুন জ্বলে বিচ্ছেদ হয়েছে। দাম্পত্য সুখের টানে আবারও বিয়ে করছেন তারা।

বহুবিবাহে বিশ্বাসী কয়েকজন সেলিব্রেটির গল্প  . . .

সাবেক চ্যান্সেলর জেরার্ড  শ্রোয়ডার
জার্মানির সাবেক চ্যান্সেলর জেরার্ড  শ্রোয়ডার ৭৪ বছর বয়সে আবারো বিয়ে করলেন। তার পাঁচ নম্বর সুন্দরী সাউথ কোরিয়ান স্ত্রী কিম সো-ইয়োনের বয়স ৪৮। তিনি পেশায় একজন দোভাষী। তাদের প্রথম পরিচয় ২০১৫ সালে।

কিংবদন্তি লোথার ম্যাথিউস
১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মান দলের অধিনায়ক লোথার ম্যাথিউসের বর্তমান স্ত্রী’র নাম আনাস্থাসিয়া ক্লিমকো। এর আগে তিনি চারবার বিয়ে করেন। প্রথম স্ত্রী সিলভিয়া, তারপর ছিলেন ললিতা, মারিয়ানা ও লিলিয়ানা। বলা বাহুল্য, ম্যাথিউসের সাবেক এবং বর্তমান স্ত্রী সবাই চোখ ধাঁধানো সুন্দরী।

জার্মান ফুটবলের আরেক কিংবদন্তি বেকেনবাওয়ার
খেলোয়াড় ও কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতানো ফ্রেঞ্চ বেকেনবাওয়ার বিয়ে করেছেন তিনবার। প্রথম স্ত্রী ব্রিগিটে, দ্বিতীয় স্ত্রী সিবিলে আর বর্তমান স্ত্রী হাইডি। সুদর্শন সাবেক ‘ফুটবল সম্রাট’ বেকেনবাওয়ার মোট পাঁচ সন্তানের বাবা।

হলিউড সুপারস্টার রিচার্ড গেয়ার
নারীদের প্রিয় হলিউড অভিনেতা ৬৮ বছর বয়সী রিচার্ড গেয়ারের তৃতীয় স্ত্রী আলেজান্দ্রা সিলভা। তিনি স্প্যানিশ প্রকাশক, ব্যবসায়ী ও রূপসীও বটে! বয়স মাত্র ৩৫। আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ-কথাটি তৃতীয়বার বিয়ে করার পর বলেন গেয়ার। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী ক্যারি লোয়েল এবং দ্বিতীয় স্ত্রী মডেল সিন্ডি ক্রফোর্ড।

নাম্বার ফোর মিস্টার লোপেজ
বিশ্বখ্যাত মার্কিন পপসম্রাজ্ঞী জেনিফার লোপেজ দাম্পত্য সুখে বিশ্বাসী। আগে তিনবার বিয়ে করেছেন। চতুর্থ হবু স্বামী অ্যালেৎস রদ্রিগেজকে এখন নানাভাবে ভালোবাসার পরীক্ষায় পাস করতে হচ্ছে। মনে হচ্ছে, এবার চতুর্থ মিস্টার লোপেজকে আংটি পরানোর আগে ভালো করে দেখেশুনেই সিদ্ধান্ত নেবেন।

বহু পুরুষের হৃদয়-সম্রাজ্ঞী এলিজাবেথ টেলর
‘ক্লিওপেট্রা’ খ্যাত ও হলিউডের একসময়ের আবেদনময়ী অভিনেত্রী এলিজাবেথ টেইলারের বিয়ে করা ছিল যেন নেশার মতো। তিনি মোট আটবার বিয়ে করেন। এর মধ্যে দু’বারই করেন শক্তিমান অভিনেতা রিচার্ড বার্টনকে। শোনা যায়, এ দু’জনের ভালোবাসায় নাকি অন্যরকম মাদকতা ছিল।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর