ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৮৫

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের শপথ: সেনাপ্রধান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২১ ৭ আগস্ট ২০২৪  

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (৭ আগস্ট) বিকেল ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান।

 

সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল (বৃহস্পতিবার) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

 

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলে জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।