ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১৯

বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫২ ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনর সম্প্রসারিত অংশের নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরে অবস্থিত সব তফসিলি ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ কারণে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। 
সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে ঢাকা দুই সিটি কর্পোরেশনের আওতায় থাকা ব্যাংকসমূহের প্রধান কার্যালয় এবং শাখাসমূহের কার্যক্রম সাধারণ ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক লেনদেনের সাথে শেয়ারবাজার লেনদেনের সম্পর্ক রয়েছে। তাই ২৮ ফেব্রুয়ারি দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এ বিষয়ে আজ (২৭ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেওয়া ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার নির্বাচনের কারণে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আগামী রবিবার থেকে আবার শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।