ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৮

‘বেজি’ করোনা আতঙ্ক: ডেনিশদের প্রবেশে নিষেধাজ্ঞা ব্রিটেনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৭ ৮ নভেম্বর ২০২০  

ডেনমার্কে বেজি প্রজাতির একধরনের প্রাণি (মিঙ্ক) থেকে মানবদেহে প্রাণঘাতী করোনা ছড়াচ্ছে। গেল বুধবার দেশটির উত্তরাঞ্চলে সেই ভাইরাসে ১২ জন আক্রান্ত হয়েছেন। 

এ খবর পাওয়ার পর পরই নিজ দেশে ডেনমার্কের সবধরনের দর্শনার্থীদের অনুপ্রবেশ নিষিদ্ধ করল ব্রিটেন। শনিবার এই ঘোষণা দেয় ব্রিটিশ সরকার।

সম্প্রতি একটি ডেনিশ ফার্মের মিঙ্কের মধ্যে নতুন ধরনের করোনাভাইরাস পাওয়া যায়। তাতে মানুষের আক্রান্ত হওয়ার কেসও পাওয়া গেছে।

ব্রিটিশ পরিবহন সেক্রেটারি গ্র্যান্ট শেপস টুইটবার্তায় বলেন, এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর। দেশের মানুষকে নিরাপদ রাখাই আমাদের মূখ্য কাজ। 

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ নিয়ে ব্যাপক সতর্ক ব্রিটেন। ইতিমধ্যে সারাদেশে লকডাউন জারি করেছে তারা। এখন তা চলছে। 

ব্রিটিশ প্রশাসন বলছে, ডেনমার্ক থেকে আমাদের নাগরিকরা দেশে ফিরতে পারবে। ফিরে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে কোনো ডেনিশ কিংবা বিদেশি নাগরিক সেখান থেকে ব্রিটেনে ঢুকতে পারবে না।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর