ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৭১

বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিলো সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫০ ২৭ ডিসেম্বর ২০২০  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, ২৫ শতাংশ শুল্কে বেসরকারিভাবে বৈধ ব্যবসায়ীদের চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারি বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রবিবার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 


মন্ত্রী আরো জানান, একইসঙ্গে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন, জিটুজি পদ্ধতিতে দেড় লাখ মেট্রিক টন এবং বেসরকারিভাবেও চাল আমদানি করা হবে।

 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ২৫ শতাংশ শুল্কে চাল আমদানি করতে পারবেন। যারা বৈধ লাইসেন্সধারী আছেন তারা মন্ত্রণালয়ে আবেদন করবেন ১০ জানুয়ারির মধ্যে। মন্ত্রণালয় কাকে কতটুকু ছাড়পত্র দেবে সেটার এলসি হবে। সেটা আমরা মনিটরিং করব।

 

তিনি বলেন, বেসরকারিভাবে এ চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করা হবে। তা নিয়ন্ত্রণ করতেই আমরা বেসরকারিভাবে আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আগে ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক ছিল, এখন ২৫ শতাংশ করা হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়।

 

খাদ্যমন্ত্রী বলেন, আমরা মিলারদের চুক্তির জন্য পীড়াপিড়ি করিনি। তারা তাদের হুমকি নিয়ে থাকুক। প্রয়োজনে আমরা কৃষকের কাছ থেকে ধান বেশি করে কিনব। যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। দরকার হলে ১৫ থেকে ২০ লাখ টন চাল কিনব।

 

মন্ত্রী বলেন, বোরো ধান ওঠার আগে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার আমরা করব। বোরো মৌসুমে এ অবস্থা থাকলে আবার আমদানি করব। আমরা কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু করেছি।

 

তিনি বলেন, কিন্তু সরকার নির্ধারিত মূল্য মণপ্রতি ১০৪০ টাকা। কিন্তু বাইরে কৃষকরা ধান বিক্রি করে বেনিফিট হলে সরকারের কাছে বিক্রি করে না। কারণ আজকেও বাইরে ১২০০ টাকা মণ দাম আছে।