ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১
good-food
৩৫৪

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে এসি ব্যবহারে সতর্কতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৪ ৪ এপ্রিল ২০২৩  

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের এসি ব্যবহারে সতর্কতার পরামর্শ দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত শেষে গরম শুরুর প্রাক্কালে এসি চালু করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কক্ষের লোড অনুপাতে এসি ব্যবহার না করা, নিম্নমানের এসির ব্যবহার,সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও কারিগরি ত্রুটির কারণে এসির বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে থাকে। 

 

এসব দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কিছু ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। সেগুলো হলো-

• অব্যবহৃত এসি চালু করার পূর্বে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করা। 

• এসির এয়ার ফিল্টার, ফ্যান, কয়েল, কন্ডেন্সার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা।

 

• হাই ভোল্টেজ এড়াতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা।

• কক্ষের আয়তন অনুসারে সঠিক লোড অনুপাতে এসি ব্যবহার করা।

• বেইজমেন্ট বা রুদ্ধ স্থানে যেন গ্যাস না জমে সেটা নিশ্চিত করা।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর