ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৪

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৪ ২ আগস্ট ২০২৪  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুরে মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

 

জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। আগেই বলা হয়েছিল ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে পুলিশ ছিল শান্ত। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর