ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮১০

ব্যর্থতার দায়ে ফখরুলের পদত্যাগ করা উচিৎ : কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৪ ১৬ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতার দায়ে স্বীকার করে বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের।

আজ বুধবার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।


এর আগে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকতির অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। ধারনা করা হচ্ছে এরই জের ধরে  আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের আজ এ মন্তব্য করেছেন। 

ফখরুলের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গত ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, লজ্জা থাকলে তার পদত্যাগ করা উচিৎ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও জানান, আমাকে ক্ষমা চাইতে বলেন কেন? কোন দোষে? শেখ হাসিনার নেতৃত্বে স্বতঃস্ফূর্ত গণজাগরণ ভালো লাগছে না? ভালো তো লাগবেই না, লাগার কথাও নয়।

এছাড়া  মির্জা ফখরুল বগুড়াতে তিনি জিতলেন সেখানে কারচুপি হয়নি? সেখানে কেমন করে জিতলেন? এটার জবাব দিন আগে। জবাব দিতে হবে ফখরুল সাহেবকে। 


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারন সম্পাদক হারুনুর রহমান।