ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৮৩

ব্রণ নিয়ে চিন্তা আর না, ব্যবহার করুন সজনে পাতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০২ ২৫ সেপ্টেম্বর ২০১৯  

ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে সব থেকে বিরক্তিকর সমস্যা হচ্ছে মুখের ব্রণ ও বলিরেখা। এগুলো ত্বকের বারোটা বাজানোর সঙ্গে ব্যাপকভাবে সৌন্দর্য হানি ঘটায়। নানা ওষুধ, কসমেটিকস ব্যবহার করেও সমাধান হয় না।
 
তবে এ নিয়ে আর চিন্তা নয়। এর একমাত্র সমাধান সজনে পাতা। সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু ত্বকের যত্নেও এর পাতার গুণ সম্পর্কে অনেকেরই অজানা। চলুন জেনে নিই ত্বকের যত্নে সজনে পাতার ব্যবহার-

তৈরি ও ব্যবহার পদ্ধতি :
প্রথমে সজনে পাতা রোদে ভালোভাবে শুকান। এরপর তা ভালো করে গুঁড়া করুন। একটি পাত্রে আধা টেবিল চামচ সজনে গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। 
বেশি ঘন মনে হলে সামান্য পানি দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে ফেলুন। এবার এ ফেস প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এর ব্যবহারে খুব দ্রুতই ব্রণ ও বলিরেখার হাত থেকে রেহাই পাবেন।

ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা :

* সজনে পাতার গুঁড়া ত্বকের বলিরেখা দূর করে।

* ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।

* ত্বকের কালচে ছোপ দূর করে।

* ব্রণ দূর করে।

* ত্বক ভেতর থেকে পরিষ্কার করে।