ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৬

ব্রাজিলে একদিনে সর্বাধিক মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫২ ২০ মে ২০২০  


আন্জর্তাজিত ডেস্ক: নভেল করোনা ভাইরাসে (কভিড-১৯) ব্রাজিলে গত একদিনে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে। দিনভিত্তিক হিসাবে এর আগে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ১২ মে, ৮৮১ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ রোগে দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে রাখতে না পারায় ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো তুমুল সমালোচনায় পড়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইতালির তুলনায় দেশটিতে মাত্র  কয়েক শতাংশ টেস্ট হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।

আক্রান্তের সংখ্যায় ইতিমধ্যে তৃতীয় স্থানে উঠে আসা ব্রাজিলে এই রোগে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন শনাক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোটা পৃথিবীতে রোগটিতে ৪৮ লাখ ৯৬ হাজার ৩১২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু ৩ লাখ ২৩ হাজার ২২১ জনের। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ।

মৃত এবং আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯১ হাজার ৮৭৮ জনের প্রাণ গেছে। দেশটিতে মোট আক্রান্ত ১৫ লাখ ২৭ হাজার ৮৯৫ জন।

রাশিয়ায় ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ২ হাজার ৮৩৭ জন।

যুক্তরাজ্যে ৩৫ হাজার ৪২২ জন মারা যাওয়ার পাশাপাশি আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর