ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৫২

ব্রাজিলে মৃত্যু ৪০ হাজার ছাড়াল: আক্রান্ত ৮ লাখ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০৬ ১২ জুন ২০২০  

ব্রাজিলে উদ্বেগজনকহারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ হাজার ৪৬৫ জন আক্রান্ত হয়েছে। এতে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। 

২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও এক হাজার ২৬১ জনের। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮ জনে।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬৯২ জন। করোনার সঙ্গে এখনও লড়ছেন ৩ লাখ ৬৫ হাজার ২১৬ জন। এর মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।


করোনায় আক্রান্তের দিক থেকে ৩ নম্বরে আছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ৪ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। আর ৫-এ অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন।

মৃতের তালিকায় ৩-এ অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪১ হাজার ২৭৯ জনের প্রাণহানি হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর