ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৬২

ভাগ হয়েছে এরশাদের সম্পত্তি, এরিক পেল প্রেসিডেন্ট পার্ক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৯ ১৭ জুলাই ২০১৯  

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদ। দ্বিতীয় স্ত্রী বিদিশা। ১৯৮৩ সালে এরশাদ ও রওশনের ঘরে প্রথম সন্তান শাদ এরশাদ জন্মগ্রহণ করেন। দীর্ঘ দিন মালয়েশিয়ায় পড়াশুনা শেষে শাদ এখন ঢাকায় স্থায়ী। পেশায় ব্যবসায়ী।
 
এরশাদ-বিদিশার সংসারে জন্ম নেয় এরিক এরশাদ। এরশাদ-বিদিশার বিচ্ছেদ হয় ২০০৫ সালে। এরিকের বয়স এখন ১৮। এরিক রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন। এরশাদ-বিদিশার বিচ্ছেদের পর এরিকের দায়িত্ব নিয়ে আদালত পর্যন্ত গড়ায়। আদালতের রায়ে এরিকের দায়িত্ব পান এরশাদ। এরশাদের সবচেয়ে প্রিয় সন্তান এরিক।

এরশাদের দত্তক সন্তান আরমান এরশাদ ও জেবিন এরশাদ। এরশাদ তার আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ গ্রন্থে এই ৩ ছেলে ও ১ কন্যার কথা উল্লেখ করেন। জাপার চেয়ারম্যানের মৃত্যুর পর এখন এরাই তার উত্তরাধিকার।

আরমান এরশাদ বারিধারার প্রেসিডেন্ট পার্কে থাকেন। বিয়ের পর জেবিন পরিবার নিয়ে লন্ডনে থাকেন।

এরশাদ যা যাকে দিয়ে গেছেন
কিছু দিন আগে ৫ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করে এরশাদ তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সেখানে লিখিতভাবে দান করেছেন। তবে ট্রাস্টি বোর্ডে দান করা সম্পত্তির বর্ণনা দেননি এরশাদ, সেখানে শুধু দানের কথা উল্লেখ রয়েছে। ছোট ছেলে এরিককে বোর্ডে রেখেছেন এরশাদ। তবে বড় ছেলে, স্ত্রী রওশন ও ভাই জি এম কাদেরকে বোর্ডে রাখেননি। এরশাদ তার সম্পত্তির মধ্যে গুলশান ২-এর বাড়ি অনেক আগেই স্ত্রী রওশনকে দেন। ‘প্রেসিডেন্ট পার্ক’ এরিক এরশাদের নামে দেন। দত্তক ছেলে আরমানকে দেন গুলশানের অন্য একটি ফ্ল্যাট। কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয় ও রংপুরের জাতীয় পার্টি অফিস দলকে দান করেন তিনি।

এ ছাড়া এরশাদ তার নগদ অর্থ ও অন্যান্য সম্পত্তির কতটুকু কাকে দান করেছেন, তার পরিবারের সদস্যরাও এ নিয়ে মুখ খুলেননি। তবে এরশাদ সব কিছু বণ্টন করে দিয়ে গেছেন।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর