ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৩ কার্তিক ১৪৩১
good-food
২৮

ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৪ ৩ নভেম্বর ২০২৪  

তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে কখনও ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়নি ভারত। ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টে তাদের ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়লো সফরকারী নিউজিল্যান্ড।

টেস্টে ভারতীয় দল এর আগেও হোয়াইটওয়াশ হয়েছে। সেটা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। ১৯৯৯-২০০০ সালে টেস্ট সিরিজে তাদের ২-০ তে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় দিন ভারত যেভাবে শেষ করেছিল তাতে হোয়াইটওয়াশ এড়ানোর আশা ছিল তাদের। কারণ বড় লক্ষ্য দেওয়ার আগেই ধস নামাতে পারে কিউইদের ব্যাটিং লাইন আপে। কিন্তু স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যটাকেও মনে হচ্ছিল পাহাড় সমান! ভারত দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ১২১ রানেই গুটিয়ে গেছে।
ধ্বংসস্তূপে থেকেও রবিচন্দ্রন অশ্বিন-ওয়াশিংটন সুন্দর মিলে আশা জাগাচ্ছিলেন। কিন্তু দলীয় ১২১ রানে ফিলিপসের বলে অশ্বিন গ্লাভসবন্দি হতেই প্রতিরোধ দুর্বল হতে থাকে স্বাগতিকদের। একই ওভারে জোড়া আঘাত হানেন ফিলিপস। পরের বলে আকাশ দীপকে বোল্ড করলে ভারতের ঘুরে দাঁড়ানোর সব আশা শেষ হয়ে যায়।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর