ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ৭ পৌষ ১৪৩১
good-food
৫২৯

ভারতের চন্দ্র অভিযান: দক্ষিণ মেরুতে যা পাওয়া গেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৬ ৩০ আগস্ট ২০২৩  

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে রয়েছে সালফার। সালফারের পাশাপাশি অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্বও মিলেছে, হাইড্রোজেনের খোঁজ চলছে। সামিাজিক যোগাযোগ মাধ্যম এক্স ( টুইটার)- এ মঙ্গলবার সন্ধ্যায় এই খবর জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

গত ২৩ অগস্ট বুধবার ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।

ল্যান্ডার বিক্রম থেকে নেমেই রোভার প্রজ্ঞান এই অনুসন্ধান চালিয়েছে। ইসরো জানিয়েছে, প্রজ্ঞানে রয়েছে ‘লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস)’।


এটি নমুনা সংগ্রহ করে লেজার প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে। এলআইবিএসের মাধ্যমেই চাঁদের বুকে সালফারসহ বেশ কিছু খনিজের খোঁজ পেয়েছে প্রজ্ঞান।
ইতিমধ্যেই চাঁদের মাটিতে ছয় দিন কাটিয়েছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের আগে অন্য কোনো দেশ মহাকাশযান পাঠাতে পারেনি।

তাই এলাকাটি পৃথিবীর বিজ্ঞানীদের কাছে অজানা।
সূত্র: আনন্দবাজার

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর