ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৯০

ভারতে দেখা যাবে বিটিভি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ৬ ফেব্রুয়ারি ২০১৯  

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে ২৪ ঘণ্টা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে। এ বিষয়ে শিগগির প্রতিবেশী দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে দেখা গেলেও সেখানে এখানকার সেন্টার ধরতে দেয়া হয় না কেন? জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ভারতে ২৪ ঘণ্টা বিটিভি দেখা যাবে। শিগগির এ বিষয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।

তিনি বলেন, বিটিভি দিয়ে শুরু হলেও পরবর্তীতে অন্য বেসরকারি চ্যানেলগুলোও সেখানে প্রদর্শনের সুযোগ তৈরি হবে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক নিয়োগ দেয়ার ক্ষেত্রে সুবিধাবাদীরা নিয়োগ পাবে না। নিয়োগ পাবে যোগ্যতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিকরা।

তিনি আরও বলেন, দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে। ত্রুটিহীন সবকিছু দূর করা হবে। এজন্য কিছুটা সময় নেয়া হচ্ছে।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর