ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩৮

ভারতে ‘রহস্যজনক’ রোগে মৃত্যু ১, হাসপাতালে ২২৭

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২৬ ৭ ডিসেম্বর ২০২০  

ভারতে অন্ধ্রপ্রদেশে রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আর ২২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এলুরু অঞ্চলে এর প্রাদুর্ভাব ঘটেছে। 

 

চিকিৎসকরা বলছেন, রোগিদের বমি বমি ভাব ছিল। সেই সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে তারা। এই অবস্থায় ২২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আশঙ্কা করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ইতোমধ্যে তা মোকাবেলায় প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি হাসপাতালগুলোর বেড খালি করা হচ্ছে।

 

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভারতে অজানা এই অসুখ দেখা দিল। প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দ্বিতীয় তারা।

 

দেশটির সবচেয়ে সংক্রমিত অঙ্গরাজ্যগুলোর অন্যতম অন্ধ্রপ্রদেশ। সেখানে ৮ লাখ রোগি আক্রান্ত হয়েছেন।  

 

হাসপাতালে ভর্তি সবার করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারো শরীরে তা ধরা পড়েনি।

 

এলুরু সরকারি হাসপাতালের এক চিকিৎসক বলেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ বমি করা শুরু করে। চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

 

অনেকেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত ৭০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে এখনো ১৫৭ জনের চিকিৎসা চলছে। 

 

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন, অসুস্থদের রক্ত পরীক্ষা করা হয়েছে। সবার করোনা নেগেটিভ এসেছে। কোন ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন,   স্বাস্থ্য বিশেষজ্ঞদের এলুরুতে পাঠানো হয়েছে।  তারা রোগটি নিয়ে অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে জানিয়েছেন, বায়ু বা পানি দূষণ থেকে এটি হয়নি।

 

অন্ধ্রপ্রদেশের বিরোধী দল, তেলেগু দেশম পার্টি বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি, কোনও ধরনের দূষণ থেকেই এই রোগ ছড়াতে পারে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর