ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩০৫

ভারত-পাকিস্তান সংঘর্ষে নিহত ১৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৩ ১৪ নভেম্বর ২০২০  

বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক। 

 

এতে ৩০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে এই হতাহতের ঘটনা ঘটে। 

 

ভারতীয় কর্মকর্তারা বলছেন, এই লড়াইয়ে তাদের পক্ষে ৬ জন বেসামরিক নাগরিক, তিনজন সেনা এবং একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য (বিএসএফ) নিহত হয়েছেন।

 

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, এতে তাদের ৪ বেসামরিক নাগরিক এবং ১ সেনা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। 

 

ডেইলি সাবাহ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর