ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৫০

মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

রাজধানীর প্রায় সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে উত্তরা, গুলশান, বনানি, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশে স্বাভাবিক থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপলাইন পুনঃস্থাপন করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান এ বলেন, ‘মঙ্গলবার রাজধানীর উত্তরা, গুলশান, বনানি, যাত্রাবাড়ি এবং মিরপুরের কিছু অংশে গ্যাসের সরবরাহ সীমিত থাকবে। এছাড়া ঢাকার অন্য সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

এর আগে শনিবার সিটি গ্যাস স্টেশনে (সিজিএস) রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় গ্যস সরবরাহ বন্ধ ছিল। যার ফলে মিরপুর, মোহাম্মদপুর, কালাবগান, শ্যামলী, আগারগাঁও, ছাড়াও ধামরাই, আশুলিয়া, আমিনবাজার, সাভার ও মানিকগঞ্জসহ রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর