ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৩

মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চললো মেট্রোরেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৫ ৭ জুলাই ২০২৩  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বহুল প্রতীক্ষিত পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।

 

শুক্রবার (৭ জুলাই) বিকেলে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী এ কথা জানান। কাদের বলেন, আগামী অক্টোবরে চালু হবে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন। এরপর পর্যাক্রমে বাকিগুলো চালু হবে।
 

তিনি বলেন, মোট ৬টি মেট্রো লাইন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের মধ্যে এ ৬টির কাজ সম্পন্ন করতে পারব বলে আশা করছি। ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়ে সচিবালয় দিয়ে মতিঝিলের এ পথে এখন নিয়মিত চলবে বিভিন্ন পর্যায়ের পরীক্ষামূলক চলাচল। 

 

আগামী ১৫ অক্টোবরের মধ্যে ডিএমটিসিএল পরীক্ষামূলক চলাচল করবে। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।