ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৯৬

মনোনয়ন না পেলেও আমার কোনো দুঃখ নেই: মাহি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৯ ৪ জানুয়ারি ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু ওই আসনে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।


উপনির্বাচনে প্রার্থী হতে না পারলেও কোনো দুঃখ নেই বলে জানালেন মাহি। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও এতে আমার কোনো দুঃখ নেই।’



মাহি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে যে মনোনয়ন ফরম কেনার সুযোগ দিয়েছেন, সেটা সারাদেশের মানুষ জেনেছে। এতে আমি গর্বিত। এটা আমার কাছে মনোনয়নপত্র পাওয়ার মতোই বিশাল কিছু।’

 

ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম কেনার আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিভিন্ন গণসংযোগে অংশ নেন এই চিত্রনায়িকা। সভা-সমাবেশে সক্রিয় দেখা গেছে তাকে। উপনির্বাচনে অংশ নিতে মাহি আগ্রহী—বিষয়টি সংবাদমাধ্যমে আসলে মাহির আওয়ামী লীগের মনোনয়ন ফরম পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। তবে মাহিকে দল থেকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়।


গত ২৯ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার অনুমতি দেয়া হয়েছে।

 

তবে ১ জানুয়ারি সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মু. জিয়াউর রহমান। পরে এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, তিনি মনোনয়ন না পেলেও ওই আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার পক্ষে কাজ করবেন।


এমনটাই জানান মাহি। তিনি বলেন, ‘আমি এখন এলাকায় যাচ্ছি। বুধবার (৪ জানুয়ারি) মু. জিয়াউর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তিনি আমাকে বলেছেন জমা দেয়ার সময় যেন থাকি। এ কারণে আমি এলাকায় যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার জয়ের জন্য একসঙ্গে কাজ করব আমরা।’

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর