ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৯৭৫

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা পেলেন নতুন পিএস

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২২ ৯ জানুয়ারি ২০১৯  

সদ্যই গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া বাকি ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী উপমন্ত্রীর নতুন একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। গেল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একান্ত সচিবেরা প্রায় সবাই উপসচিব পর্যায়ের কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তা বলেন, পুরনো যেসব মন্ত্রীপ্রতিমন্ত্রী বর্তমানে মন্ত্রিসভাতেও রয়েছেন, তাদের জন্যও নতুন একান্ত সচিব দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী উপমন্ত্রীরা যত দিন ইচ্ছা প্রকাশ করবেন, তত দিন এসব সচিবেরা দায়িত্বে থাকবেন।
গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় ৩১ জন নতুন মুখ। এর মধ্যে ২৭ জন প্রথমবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন তারা।

৪৭ জনের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী জন উপমন্ত্রী রয়েছেন।