ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৬৬

মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেলেন আসাদুজ্জামান নূর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ১৮ জানুয়ারি ২০২০  

নাটক ও সংস্কৃতিতে অবদানের জন্য আসাদুজ্জামান নূরকে ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার- ২০১৯’ ও পদক দেয়া হয়েছে।
‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ ৮৬তম জন্মদিন উদযাপন জাতীয় পর্ষদ’-এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। 

 

শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে  বর্ণাঢ্য অনুষ্ঠানে নাট্যজন আসাদুজ্জামান নূরের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।


অনুষ্ঠানের প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


এদিন মমতাজউদদীন আহমদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশ্বনন্দিত চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ।


অধ্যাপক মমতাজউদদীন আহমদ একজন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা, ভাষাসৈনিক ও স্বাধীনতা সংগ্রামী। ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে তিনি একুশে পদকে ভূষিত হন।

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর