ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৫১

মশা নিধনের সঠিক ওষুধ কবে আসবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ৩০ জুলাই ২০১৯  

মশা নিধনে সঠিক কার্যকর ওষধ কবে আসবে তা আগামী বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার আদেশ দেন।
মশা মারতে সমন্বিত অভিযান চালানোর কথা গত ২৫ জুলাই আদালতকে জানিয়েছিলেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের আইনজীবী। আদালতের তলবে ওই দিন হাজির হয়েছিলেন দুই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২২ জুলাই তাদের তলব করেছিলেন হাইকোর্ট। ওই দিন আদালত পরবর্তী আদেশের জন্য এ দিন ধার্য করে দেন।
তা অনুযায়ী আদালতে বিষয়টি উত্থাপিত হয়। ঢাকা উত্তর সিটির পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু এবং দক্ষিণ সিটির পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
এর আগে গত ১৪ জুলাই আদালত ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন।

বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন আদালত। এছাড়া এডিস মশা নির্মূলে এবং ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এরকম রোগ ছড়ানো বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না- তা জানতে চেয়ে ওই দিন রুলও জারি করেন আদালত। এছাড়া এ ধরনের রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- তাও জানতে চাওয়া হয়।