ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৬

মসজিদে বিস্ফোরণ: বেঁচে থাকা ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫২ ৭ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জে বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজন শঙ্কামুক্ত হলেও বাকি ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল সোমবার সকালে সাংবাদিকদের জানান, ৩৭ জন রোগীর মধ্যে ২৭ জন মারা গেছেন। ১১ জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, মামুন (৩০) নামে একজন আশঙ্কামুক্ত; তাকে ওয়ার্ডে চিকিৎসাধী দেয়া হচ্ছে। আর ১০ জনের মধ্যে পোস্ট অপারেটিভে রয়েছেন চারজন, আইসিইউতে ৬ জন। তারা সবাই ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন। আর মামুনের শরীর ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর