ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৪২৪

মহানবীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪২ ১০ জুলাই ২০২০  

সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় খুলনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম অঞ্জন দাস (২২)। সে নগরীর খালিশপুর মোংলা পোর্ট আবাসিক এলাকার নিরাপদ দাসের ছেলে। 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অঞ্জনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
এদিন রাতে অঞ্জনের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপের কমেন্টস বক্সে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। সেটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
পোর্ট আবাসিক কলোনির বাসিন্দা জোবায়ের আব্দুল্লাহ বাদী হয়ে অঞ্জনের বিরুদ্ধে শুক্রবার খালিশপুর থানায় মামলা করেছেন।
তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, অঞ্জনকে আদালতে প্রেরণ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম রাত বলেন, হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফেসবুকে গালিগালাজ করার অভিযোগে অঞ্জনকে আটক করা হয়েছে। ওই আইডি তার কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে।
ঘটনা সত্য প্রমাণিত হলে অঞ্জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর