ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৬

মহাসড়ক ও নৌঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৫ ২৩ মে ২০২০  

 ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ। বিভিন্ন মহাসড়ক ও নৌঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়।

 শনিবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ভিড় করতে থাকে। ফেরিগুলোতে সংক্রমণ ঝুঁকি নিয়ে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছে যাত্রীরা।   অতিরিক্ত যাত্রীদের চাপে ফেরিগুলো লোড করতেও বেশি সময় লাগছে। এ কারণে এখনো পারাপারের অপেক্ষায় আছে ৩ শতাধিক ব্যক্তিগত গাড়ি।

হাজার হাজার ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া প্রান্তে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। এ নৌরুটে ১১টি ফেরি চলাচল করলেও সারাদিন যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছেন দৌলতদিয়া ঘাটকর্তৃপক্ষ।  

ঘরমুখো যাত্রীদের স্রোত নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। এদিকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের বাড়তি চাপ দেখা যায়।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর