ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৭

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, এরপর যা হলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৮ ২০ আগস্ট ২০২২  

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছেন বিমানের দুই পাইলট। যে কারণে নির্ধারিত সময়ে সেটি অবতরণও করতে পারেননি তারা। ইথিওপিয়ান এয়ারলাইনসে এ ঘটনা ঘটে। সম্প্রতি সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাচ্ছিল এটি।

 

এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়, ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ না করলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সতর্কতা জারি করে।

 

পাইলটরা ঘুমিয়ে পড়ায় বোয়িং ৭৩৭-এর অটোপাইলট সিস্টেম বিমানটিকে ৩৭ হাজার ফুট ওপরে নিয়ে যায়। এটিসি পাইলটদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়

 

বিমানটি যেসময় রানওয়ের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, সেসময় অবতরণ করার কথা ছিল। কিন্তু তাৎক্ষণিক অটোপাইলটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবশেষ অ্যালার্ম বাজিয়ে পাইলটদের ঘুম ভাঙানো হয়।

 

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর বিমানটি রানওয়েতে অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি কেউ। 

 

এভিয়েশন বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস ঘটনাটিকে 'গভীর উদ্বেগজনক' বলে মন্তব্য করে টুইট করেছেন। পাশাপাশি পাইলটদের ক্লান্তিকে দায়ী করেছেন তিনি।