ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৩৬

মাঝ আকাশে পিস্তল হাতে ককপিটে প্রবেশের চেষ্টা যাত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ২৪ ফেব্রুয়ারি ২০১৯  

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অস্ত্রধারীরা ছিনতাই করার চেষ্টার পর বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়। শেষ খবর পর্যন্ত উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল। মাঝ আকাশেই এই ঘটনা ঘটে।

আজ রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
 
ঘটনাস্থল থেকে একাধিক সূত্র বলছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।

এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। প্লেনটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ময়ূরপঙ্খী বিমানটি রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করে।

ময়ূরপঙ্খী উড়োজাহাজটি বোয়িং-৭৩৭ মেডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা হয়। বিমানের এক যাত্রী পিস্তল হাতে পাইলটের ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ভেতরে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়েছে।  হাইজ্যাকারকে নামানোর চেষ্টা চলছে।

জানা গেছে, যে ব্যক্তি বিমানে অস্ত্র হাতে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই চেষ্টা করেছেন তিনি একজন কেবিন ক্রু।

ঘটনার পর থেকে বিমানটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে। সেখানে নৌবাহিনীর কমান্ডো ও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অবস্থান নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন।

ঘটনার পরপরেই র‌্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরের ভেতর প্রবেশ করেছে। বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দরে বাইরে উৎসুক জনতা ভিড় করছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর