ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩১১

মার্কিন নির্বাচন-২০২০:  ইলেক্টোরাল ভোটে এগিয়ে বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১১ ৪ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রে উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচন শেষে প্রাথমিক ফলাফলে জয়ের পথে বিরোধীদলীয় প্রার্থী বাইডেন।

রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ট্রাম্প ৯১ বাইডেন -১৩১টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বাইডেন ৪২টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। জেতার জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পরাজিত হচ্ছেন ডোনাল ট্রাম্প। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে বাইডেনকে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক সব গণমাধ্যমের খবর, ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। প্রায় প্রতিটি অঙ্গরাজ্যেই একই চিত্র।

বাংলাদেশ সময় ভোর ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে প্রথম ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এরই মধ্যে জানা গেছে, ১৩১টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। সকাল ৯টায় ভোট গ্রহণ শেষ হবার কথা রয়েছে। 

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এপি এ তথ্য জানিয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর