ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এখন যা হতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৩ ৪ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি পেতে হবে। সবশেষ খবর, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২২৭ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।

 

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শুরু হয় ভোটগ্রহণ। সন্ধ্যায় শেষ হয় ভোট। পরে গণনা শুরু হয়। সেটা এখনও চলছে। তবে কারো জয়ের ব্যাপারে পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে না। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ও বাইডেনের মধ্যে ব্যবধান কমেছে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু জয়-পরাজয় নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও।

 

সবার নজর এখন পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগানের মতো ‘ব্যাটেলগ্রাউন্ডের’ দিকে। এসব রাজ্যের ফলাফলই ঠিক করে দেবে- কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট।

 

জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই। ভোটে কোনোরকম কিছু হলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আইনজীবী ঠিক রেখেছেন বাইডেনও। স্পষ্টত বোঝা যাচ্ছে, চূড়ান্ত ফল পেতে অপেক্ষা আরও বাড়বে।

 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ-সমাবেশ দেখা গেছে। তাদের অভিযোগ জোর করে ক্ষমতা দখল করে থাকতে চাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট। এর প্রতিবাদে মিটিং-মিছিল করায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

ট্রাম্পও দাবি করেছেন, ভোট কারচুপি করছে বাইডেন ও তার সমর্থকরা। অর্থাৎ রেজাল্ট কেউ সহজে মেনে নেবে বলে মনে হচ্ছে না।

 

করোনাভাইরাস মহামারির কারণে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেসব ভোটও গণনা করতে হবে। সঙ্গত কারণেই ফল জানতে দীর্ঘ সময় লাগবে।

 

পরিপ্রেক্ষিতে এখন যা হতে পারে-

 

# আগামী কয়েক দিনেও উত্তর জানা যাবে না:  এটাই এখন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ, প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই চলে যাচ্ছে পোস্টাল ভোটের দিকে। যেসব ভোট এখনও মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার মতো জায়গাগুলোতে গণনা করা বাকি। ফলে সময় লাগবে। আর সময় যত গড়াবে তত ইন্জিয়ারিং হওয়ার প্রশ্ন তুলবেন সবাই।

 

# আইনি লড়াই: ধোঁয়াশাচ্ছন্ন নির্বাচনী ফল সুপ্রিম কোর্টে গড়াতে পারে। সেজন্য আইনজীবীরা প্রস্তুতই আছেন। ইতিমধ্যে ট্রাম্প আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতে যাওয়ার হুমকি আগেই দিয়েছেন। বাইডেনও পিছপা হবেন না। তেমন হলে ফলাফল নির্ধারিত হতে লেগে যাবে আরও কয়েক সপ্তাহ। সেটা কেউ মেনে না নিলে সমস্যা বাড়বে।

 

# অনিশ্চয়তায় অস্থিরতার শঙ্কা: নির্বাচনের এ পর্যায়ে অনিশ্চয়তা অবশ্যম্ভাবী। আর এ থেকে দেখা দিতে পারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাতে ভোট গণনার উত্তেজনার মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন শহরে। এ রেশ চলতেই থাকতে পারে। ফলে ফল সহজে পাওয়া যাচ্ছে না। সেটা দাঙ্গা-হাঙ্গামায় রূপ নেয় কি না, তাই দেখার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর