ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১১৫৮

মালিকপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছেন শ্রমিকরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪৮ ১০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মালিকপক্ষের আশ্বাসে বেশ কিছু এলাকায় রাস্তা ছেড়েছেন শ্রমিকেরা। ফলে চালু হয়েছে কয়েকটি রাস্তার যান চলাচল।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকেও শ্রমিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেয়ার পর শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বেরন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বিজিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এতে শ্রমিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়াসহ বেশ কিছু এলাকার প্রায় ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে সাভারের হেমায়েতপুর, কর্নপাড়া ও সাভার থানাস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবি তাদের গাড়ি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছে। শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর