ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৫৮

মালিক-শ্রমিকদের সাথে বৈঠক ডেকেছে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৫ ৮ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিপেক্ষিতে তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে সরকার। 

মঙ্গলবার বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠকে সভাপতিত্ব করবেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও উপস্থিত থাকবেন জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত থাকবেন তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নেতারা। গতকাল সোমবার শপথ নেওয়ার একদিন পর নতুন সরকার এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে।

গত শনিবার থেকে চার দিন গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ করছেন। রোববার ও সোমবার রাজধানীর প্রবেশের মুখে বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবারও মিরপুরের কালশীসহ কয়েকটি রাস্তায় বিক্ষোভে নামে তারা।

শ্রমিকেরা বলছে, নতুন মজুরি অনেক কারখানা বাস্তবায়ন করেনি। গত পয়লা ডিসেম্বর নতুন মজুরিতে বেত দেওয়ার কথা থাকলেও তা করেননি মালিকেরা।

 

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর