ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫ || ২৮ পৌষ ১৪৩১
good-food
৫৫

‘মিডিয়া মোগল’ মারডকের সাম্রাজ্য কার কাছে যাবে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩০ ১২ ডিসেম্বর ২০২৪  

৯৩ বছর বয়সী ধনকুবের এবং মিডিয়া মোগল রুপার্ট মারডকের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও বড় ছেলে লাচলানকে নিয়ন্ত্রণ দিতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আমেরিকার নেভাদার আদালত। এর ফলে তাঁর বড় ছেলে লাচলানকে নিউজ করপোরেশন এবং ফক্স নিউজের নিয়ন্ত্রণ দিতে চাওয়ার ইচ্ছা আর পূরণ হচ্ছে না।

 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নেভাদার কোর্ট কমিশনার রুপার্ট মারডককের পরিবারিক ট্রাস্ট পরিবর্তন করার আবেদন খারিজ করেছেন, যার মাধ্যমে তিনি তার বড় ছেলে লাচলানকে নিউজ করপোরেশন এবং ফক্স নিউজের নিয়ন্ত্রণ দিতে চেয়েছিলেন। এই মামলায় রবার্ট মারডকের তিন সন্ত্রান প্রুডেন্স, এলিজাবেথ এবং জেমস তাঁর বিরুদ্ধে আবেদন করেন। আদালতের এ রায়ের ফলে এখন তাঁরাও বাবার মৃত্যুর পর নিউজ করপোরেশন ও ফক্স নিউজের নিয়ন্ত্রণ পাবেন।

 

১৯৯৯ সালে রুপার্ট মারডক নিজের পারিবারিক ট্রাস্ট গড়ে তোলেন। এই ট্রাস্টের অধীনেই সকল মিডিয়া কোম্পানি। এখন তিনি চাইছেন, তাঁর মৃত্যুর পর বড় ছেলে লাচলান মারডক উত্তরাধিকার হবেন। লাচলানের ভাইবোন প্রুডেন্স মারডক, এলিজাবেথ মারডক ও জেমস মারডকের কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ ছাড়াই লাচলান বাবার গড়া ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে পারবেন, এটাই ছিল তাঁর চাওয়া।

 

এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নেভাদার কমিশনারের বরাতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে রুপার্ট আর লাচলান ‘খারাপ ধারণা’ পোষণ করতেন এবং খুবই ‘সচেতনভাবে এমন হেয়ালিপূর্ণ’ উদ্যোগ নিয়েছেন।দ্য টাইমসে বলা হয়েছে, সন্তানদের মধ্যে ‘ঐকমত্যের অভাব’ নিয়ে উদ্বেগের কারণে রুপার্ট মারডক পারিবারিক ট্রাস্টের নিয়ন্ত্রক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরু করেছিলেন আইনি লড়াই।  

 

প্রুডেন্স, এলিজাবেথ ও জেমসের একজন মুখপাত্র বলেন, আমরা কমিশনারের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আশা করি যে আমরা এই মামলা থেকে এগিয়ে গিয়ে পরিবারের মধ্যে সম্পর্ক উন্নত করতে পারব।অন্যদিকে, মারডকের আইনজীবী অ্যাডাম স্ট্রেইস্যান্ড জানিয়েছেন, তারা এই রায় নিয়ে হতাশ এবং আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

রুপার্ট মারডক পাঁচটি বিয়ে করেছেন। সর্বশেষ গত জুনে ৯৩ বছর বয়সে ৬৭ বছর বয়সী এলেনা জুকোভারকে বিয়ে করেন তিনি। ৬৬ বছরের প্রুডেন্স, ৫৬ বছরের এলিজাবেথ, ৫৩ বছরের লাচলান ও ৫১ বছরের জেমসসহ ছয় সন্তানের জনক রুপার্ট মারডক। তবে ২২ বছরের গ্রেস ও ২১ বছরের ক্লো নামে দুই মেয়ে রয়েছেন। 

 

ভাইবোনদের মধ্যে লাচলানকে তুলনামূলক বেশি ‘রক্ষণশীল’ বলে মনে করা হয়। সেই সঙ্গে মনে করা হয়, রুপার্ট মারডকের হাতে সংবাদমাধ্যম জগতে যেসব ব্র্যান্ডের উত্থান ঘটেছে, তিনি সেগুলোর সুনাম ধরে রাখতে পারবেন।

 

ওই ট্রাস্টের নিয়ম অনুযায়ী মারড়ক পরিবারের মোট ৮ ভোটের মাধ্যমে নিউজ করপোরেশন ও ফক্স নিউজ চলতো। মারডকের নিজের হাতে ছিল চার ভোট। ট্রাস্টে বলা আছে, তার মৃত্যুর পর জৈষ্ঠ্য চার সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ হবে। তাঁর গ্রেস এবং ক্লোও নামের ছোট আরও দুটি সন্তান আছে। যারা ট্রাস্টের অধীনে কোনো ভোটাধিকারের অধিকারী নন।

 

৯৩ বছর বয়সী ধনকুবের এবং মিডিয়া মোগল রুপার্ট মারডকের পারিবারিক ট্রাস্টের পরিবর্তন ও বড় ছেলে লাচলানকে নিয়ন্ত্রণ দিতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আমেরিকার নেভাদার আদালত। এর ফলে তাঁর বড় ছেলে লাচলানকে নিউজ করপোরেশন এবং ফক্স নিউজের নিয়ন্ত্রণ দিতে চাওয়ার ইচ্ছা আর পূরণ হচ্ছে না।