ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫০

মিয়ানমারে দশকের বড় বিক্ষোভ, পুলিশের জলকামান নিক্ষেপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ৮ ফেব্রুয়ারি ২০২১  

এবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। সারাদেশে ধর্মঘটে নেমেছেন তারা। নির্বাচিত নেতা অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তি চেয়েছেন দিন মজুররা। সেইসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়েছে ওরা।

 

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন এবং মান্দালায় সমবেত হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী। পরিস্থিতি সামলাতে দেশটির রাজধানী নেপিডোতে জলকামান মোতায়েন করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ওপর তা নিক্ষেপ করছে তারা। তাতে কয়েকজন আহত হয়েছেন।

 

মিয়ানমারে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ এটি। সোমবার সকালে রাজধানীতে হাজারো মানুষ জড়ো হয়েছেন। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে আন্দোলেনে নেমেছেন অসংখ্য বিক্ষোভকারী।

 

প্রতিবাদে অংশগ্রহণ করেছেন দেশটির শিক্ষক, আইনজীবী, ব্যাংক কর্মকর্তা এবং সরকারি চাকরিজীবীরাও। প্রায় এক হাজার শিক্ষক ইয়াঙ্গুনে মিছিল করছেন।

 

২৮ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বলেন, আজ আমাদের কাজের দিন। আমরা যাচ্ছি না। সবাই র্যালি করছি। এতে বেতন কাটলে কাটবে।

 

গেল সপ্তাহে পরিকল্পিত এক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তারা। এরই মধ্যে সামরিক বাহিনী শাসন পাকাপোক্ত করেছে তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর