ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৬৬

মুচলেকায় জামিন পেলেন বিএনপির হাফিজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০০ ১৩ অক্টোবর ২০১৯  

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিলেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতিকুল ইসলাম এ জামিন দেন। পুলিশের করা রিমান্ড আবেদন খারিজ করে আদেশটি দেন তিনি।

শনিবার সন্ধ্যায় হাফিজ উদ্দিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র‌্যাব-৪। তিনি সিঙ্গাপুর থেকে ফিরছিলেন।
তথ্যপ্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে র‌্যাব।

মিথ্যা তথ্যে এজাহার বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার বিভাগ স্বাধীন বলেই জামিন পেয়েছেন হাফিজ উদ্দিন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর