ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৮১৯

মুভি দেখতে যেতে হবে! চিল ডোনাল্ড, চিল!  থানবার্গ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৬ ৭ নভেম্বর ২০২০  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে  এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। পিছিয়ে পড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এমন এক অসময়ে ট্রাম্পকে একহাত নিলেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।

সুইডিশ পরিবেশকর্মী ১৭ বছর বয়সী গ্রেটা থানবার্গকে উপহাস করে গতবছর টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে রাগ কমানোর পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার তার পাল্টা জবাব দিলেন থানবার্গ। ট্রাম্পের ‘স্টপ দ্য কাউন্ট' টুইটার শেয়ার করে তিনি তাকে স্থির থাকার পরামর্শ দিয়েছেন! 

গতবছর ডিসেম্বরে গ্রেটা থানবার্গের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছিলেন, গ্রেটাকে অবশ্যই তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা নিয়ে কাজ করতে হবে। তারপর বন্ধুর সঙ্গে ভালো পুরনো ফ্যাশন মুভি দেখতে যেতে যাবে! চিল গ্রেটা, চিল! আর ভোট গণনা নিয়ে উত্তেজিত হয়ে ট্রাম্প বৃহস্পতিবার ‘স্টপ দ্য কাউন্ট' লিখে একটি টুইট করেন। সেটি শেয়ার করে থানবার্গের লিখেছেন, হাস্যকর। ডোনাল্ডকে অবশ্যই তার তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা নিয়ে কাজ করতে হবে। তারপরে বন্ধুর সঙ্গে একটি ভালো পুরনো ফ্যাশন মুভি দেখতে যেতে হবে! চিল ডোনাল্ড, চিল!

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর