ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৮৫

মুসলিম ভোটারদের সম্মানে রোজা রাখবেন মিমি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৬ ৫ এপ্রিল ২০১৯  

রমজানে ভোট, কষ্ট হবে সংখ্যালঘু মুসলিম ভাই-বোনদের। সেই কষ্ট শেয়ার করতে তাদের সঙ্গে রোজা রাখবেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুরের তৃণমূল প্রার্থী।

নির্বাচনী প্রচারে নিজেই ঘোষণা দিয়েছেন মিমি। সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত বারুইপুরের কোয়াতলায় গিয়ে রমজানে রোজা রাখার ঘোষণা দেন তিনি। কোয়াতলায় সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে তারকা প্রার্থী বলেন, আগামী ১৯ মে ভোটের দিন। ওই দিন রোজাও চলবে। আপনাদের কথা দিচ্ছি, সেদিন আমিও রোজা রাখবো। বিকেলে আপনাদের সঙ্গেই ইফতার করে রোজা ভাঙব।

অভিনেত্রীর এ প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলছেন তিনি। এতে অবাক খোদ দলের কর্মীরাই। পুরোদস্তুর রাজনীতিকরাও অভিনেত্রীর সঙ্গে পেরে উঠছেন না।

অনেকে বলছেন, রোজা রাখার ঘোষণাতেই স্পষ্ট, ভোটের আগেপাবলিক পালসবুঝতে শিখে গিয়েছেন মিমি।

অবশ্য অভিনেত্রীর মন্তব্যে আপত্তি আছে বিরোধীদের। তারা বলছেন, ভোটের আগে সংখ্যালঘুদের তোষণ, তৃণমূলের পুরনো অভ্যাস। তবে এবার এসবে কাজ হবে না। কোনোভাবেই জিততে পারবেন না মিমি। জয়-পরাজয়ের হিসাব অবশ্য হবে আগামী ২৩ মে।

নির্বাচন ঘোষণার পর থেকেই ভোটের দিনক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। রমজানের মধ্যে ভোট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। তিনি বলেন, সংখ্যালঘু ভোটারদের অসুবিধার কথা মাথায় রাখা উচিত ছিল নির্বাচন কমিশনের। এসময়ে ভোট না দিলেই পারতেন।

মমতার কণ্ঠে সুর মেলান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বলেন, সংখ্যালঘুদের অসুবিধায় ফেলতে ইচ্ছে করেই রমজানে ভোট ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পরই স্পষ্ট হয়, ওই সময়ে ভোটের সিদ্ধান্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর