ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫২৯

মুড়ি-মুড়কির মতো গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কী-কী অসুবিধা হতে পারে?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৭ ২৩ অক্টোবর ২০২১  

মানুষ মুড়ির মতো যা খায় তা মুড়ি চিড়া কিছু না, সে হলো গ্যাসের ওষুধ! আর অনেক ডাক্তারও মুড়ির মতো যে ওষুধ প্রেসক্রাইব করে তাও গ্যাসের ওষুধ! আজ সেই মুড়ির সঙ্গে পেঁয়াজ মরিচ মাখিয়ে ঝাল মুড়ি বানাবো!

 

Peptic Ulcer Disease(PUD)

Peptic মানে এমন একটা জায়গা যা এসিডের সংস্পর্শে আসে। সেই হিসেবে stomach, lower end of esophagus, part of duodenum, gastro jejunostomy site। ফলে stomach থেকে এসিড মিশ্রিত খাবার সরাসরি jejunum এ আসে। part of ileum যদি সেখানে Meckel's Diverticulum থাকে। এসব জায়গাগুলোকে Peptic বলে। সেসব জায়গায় ulcer হলে তবেই তাকে বলে PUD।

 

PUD হলে endoscopy ছাড়া দেখার উপায় নেই। গলা থেকে নল ঢুকিয়ে দেখা হয়। তবে সিম্পটম পেলেই নল ঢুকানো যাবে না, যদিও আজকাল অনেকে ঢুকায়, লাভ আছে! করতে হবে বুঝে শুনে, আর নিয়ম মেনে। আর একটা জিনিস আছে capsule endoscopy. ক্যাপসুলের মত ক্যামেরা লাগানো endoscopy pill খেয়ে ফেলতে হয়, এরপর সাবমেরিনের মত GIT সমুদ্রে ছুটতে থাকে আর ছবি পাঠায় বাইরে থাকা রিসিভারে। সমুদ্র পাড়ি দিয়ে একসময় পায়খানার সাথে বের হয়ে যায়!

 

শুধু যদি উপরের mucosa ও submucosa জুড়ে থাকে, তবে gastric erosion. আর যদি muscularis mucosa পর্যন্ত চলে যায় তবে gastric ulcer. এরপর বাকি থাকে serosa, সেটা ক্রস করতে পারলেই gastric ulcer perforation. ছিদ্র হয়ে gut content এসে পড়বে abdominal ক্যাভিটিতে। অবস্থা ভয়াবহ! তবে এই ভয়াবহ অবস্থা আমরা প্রায়শই দেখি না।

 

ulcer হলো, তারপর মোটামুটি কন্ট্রোল, ততদিনে fibrosis হয়ে ulcer heal হলো। আবার সেখানে ulcer, আবার fibrosis। তাই chronic ulcer এ perforation এর ঝুঁকি কম। কিন্তু অন্য ঝুঁকি বেশি। আর তা হলো এই রকম বারবার ulcer to fibrosis চেঞ্জ হতে হতে একসময় gastric metaplasia dysplasia হয়ে gastric cancer ডেভেলপ করে।

 

অন্যদিকে acute কন্ডিশনে হঠাত্‍ করে অনেক বেশি এসিড সিক্রেশন হয়ে পাকস্থলী ছিদ্র হয়ে যেতে পারে। acute condition হয় কিছু খারাপ অভ্যাসের জন্য। যার মধ্যে একটি হলো মুড়ি চানাচুরের মতো হিসেব ছাড়াই ব্যথার ওষুধ খাওয়া। বিশেষকরে NSAID, যারা cox1 ও cox2 দুটোকে ইনহিবিট করে। cox1 ইনহিবিট করার ফলে gastroprotective substance কম তৈরি হয়। ফলে হতে পারে perforation! এক্ষেত্রে selective cox 2 inhibitor কিছুটা ভালো।

 

ulcer perforation এর আগে মহা বিপদ সংকেত হিসেবে ulcer bleeding হতেও পারে, নাও পারে। তখন ব্লাড ওপর দিয়ে ও নিচ দিয়ে বের হবে, হবে hematemesis ও melaena। এসিডের সঙ্গে মাখামাখি হয়ে ব্লাডের রং কিন্তু আর লাল থাকবে না।হবে যায় চকলেট বাদামী (altered blood)। আর যদি বমির সঙ্গে তাজা টকটকে লাল রক্ত বের হয় তবে সেটা পাকস্থলীর উপরের অংশ যেমন oesophagus, pharynx বা oral cavity থেকে আসছে বলে ধরে নিতে হবে। তবে profuse ulcer bleeding লাল রক্ত আসতে পারে, পরিমাণে বেশি থাকবে।

 

মহা বিপদ সংকেতের আগে রোগী যা প্রায়শই বলে। দেশের অধিকাংশ রোগীই বলে, বিশেষ করে মহিলা রোগী, সরকারি হাসপাতালের আউটডোরে বসলে টের পাওয়া যায়। তাই এটা মনে করার কিছু নেই যে এটা মহিলাদের বেশি হয়, হয় পুরুষদের বেশি।

 

রোগী এসে কী বলে?

পেটে বিষ করে, ভুডুর ভাডুর করে, গলা জ্বলে, বমি বমি লাগে। প্রথমত আমরা এটাকে বলে Dyspepsia বলি। - কারো কারো থাকে ব্যথা। খাওয়ার পরপরই ব্যথা হলে Gastric Ulcer এর সম্ভাবনা বেশি, কারণ খাওয়ার পর gastric acid secretion বাড়ে। - আর খালি পেটে ব্যথা বেশি হলে Duodenal ulcer, কারণ duodenum এ যতক্ষণে খাবার পৌঁছায় ততক্ষণে stomach খালি।

 

কিছু ক্ষেত্রে এসিড পিছনের গেট (lower oesophageal sphincter) খোলা পেয়ে বের হওয়ার চেষ্টা করে, যার ফলে এসিড stomach ছেড়ে oesophagus এ আসে। এতে রোগী বলে গলা বুক জ্বলে (Heartburn), বিশেষ করে রাতের বেলা ঘুমের মধ্যে। যাকে আমরা বলি GERD।

 

রাতের বেলা ঘুমের মধ্যে কেন?

এই কেনোর কারণ দুটা। ১. দাঁড়ানো থেকে শোয়া অবস্থায় stomach to oesophagus যাওয়া সহজ। ২. ঘুমানোর সময় parasympathetic activity বাড়ে, যা oesophageal sphincter কে রিলাক্স করে।

 

- সিম্পটম থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে এটা হতে পারে dyspepsia বা GERD বা PUD.
- এরপর রোগীর কষ্ট কমাতে সেই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করি, সাথে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা।
- ট্রিটমেন্ট বলতে এসিড সিক্রেশন কমাতে এন্টি আলাসারেন্ট, বা এসিডকে নিউট্রালাইজ করতে এন্টাসিড।

 

শুধু ওষুধ দিয়ে ছেড়ে দিলেই কি হবে? : না, এর কারণ খুঁজে বের করতে হবে। তা না হলে কিছুদিন পর যা লাউ তাই কদু হবে, আর রোগীও বছরের পর বছরের নামে বেনামের গ্যাসের ওষুধ কিনে কিনে খাবে।

 

কারণ

- রোগীর বদ অভ্যাস। আমাদের শরীরে এসিড প্রতিনিয়ত তৈরি হচ্ছে নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে। এই নির্দিষ্ট কখনো অনির্দিষ্ট হলেই যত যা সমস্যা। সকালে খেলাম না কিন্তু ঠিকই ওই সময়ে খাবার পরিপাকের জন্য এসিড তৈরি হল। বেচারা এসিড খাবার না পেয়ে নিজের পাকস্থলীকেই পরিপাক করা শুরু করবে। তাই সময়মত খাওয়া। ঝালেই জাদু, তেলেই মজা। তেল ঝাল না হলে চলেই না। কিন্তু এসব খাবারই প্রচুর এসিড সিক্রেশন করে। তাই এগুলো বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার সময়মত খাবে।

 

- ধূমপান, এলকোহল। ধূমপানে বিষপান, সাথে ফ্রি ফ্রি এসিড পান! - অতিরিক্ত চিন্তা অবসাদ। - NSAID তো আছেই, সাথে steroid, iron, digoxin, aspirin, potassium supplement, কিছু antibiotic ও আরো কিছু ওষুধ। - electrolyte imbalance যেমন hypercalcemia. - Zollinger-Ellison Syndrome যেটা pancreas এর একটা gastrin secreting tumor. আর আমরা তো জানিই gastrin বেশি বেশি এসিড সিক্রেশন করে।

 

- পাশাপাশি আরো কিছু রোগ যেমন pancreatic disease কারণ ম্যাক্সিমাম pancreatic secretion এসিড সিক্রেশন ইনহিবিট করে। সাথে liver disease, colonic disease, renal disease, anaemia, ইত্যাদিও এসিড সিক্রেশন বাড়াতে পারে। - সবশেষে PUD শুনলেই মাথার মধ্যে যে মাইক্রোস্কোপিক যন্ত্রের চেহারাটা ভেসে ওঠে তা হল Helicobacter Pylori. যেটি চলাচলে সক্ষম একটি gram negative bacteria, বসবাস করে gut এর mucosa লেয়ারে। সেখানে বসে inflammation করে gastritis সৃষ্টি করে, এসিড সিক্রেশন বাড়ায়, ulcer তৈরি করে। ধারণা করা হয় 90% Gastric ulcer ও 70% Duodenal ulcer এর জন্য এই pylori কালপ্রিটই দায়ী।

 

রোগীর কিছু পরীক্ষা

এক গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে চিন্তা ভাবনার শেষ নাই। এতকিছু চিন্তার প্রাধান্য বুঝে রোগীর কিছু পরীক্ষা করতে হবে। - প্রধাণত Endoscopy. রোগীর বয়স ৫৫ হলে উপরের সিম্পটম পেলে এটা মাস্ট। আর বয়স এর কম হলে প্রয়োজন বুঝে। Endoscopy তে ulcer erosion যেমন সরাসরি দেখা যায়, তেমনি ulcer থেকে cancer হলে তা কনফার্ম করতে biopsy sample ও কালেক্ট করা যায়। আবার ulcer থেকে bleeding হলে তাও বন্ধ করা যায়। একেই বলে three in one!

 

- H. Pylori সন্দেহ দূর করতে urea breath test. রোগীকে urea মাখানো খাবার খাইয়ে দিলে, H. Pylori কতৃক প্রস্তুতকৃত urease enzyme তাকে ভেঙে NH3 গ্যাস বানাবে, ফলে নিশ্বাসে তার গন্ধ পাওয়া যাবে।

 

- আরো কিছু পরীক্ষা করা যায় অন্যান্য সিস্টেমের disease সাসপেক্ট করে। তা যা হোক, আমরা ম্যাক্সিমামই ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি। রোগীকে ওষুধ দেই। রোগী খেয়ে ভাল হয়, এরপর নিজেরাই ফার্মেসি থেকে ইচ্ছেমত কিনে খায়, বছরের পর বছর ধরে খায়।

 

চিকিত্‍সা

- এসিড সিক্রেশন কমানোর চিকিত্‍সা আমরা সবাই জানি। H2 blocker, proton pump inhibitor বা proton pump inhibitor গুলো দিনে ১ বার ব্যবহারের কথা থাকলেও আমরা রোগীর রিসপন্স বিবেচনায় প্রয়োজনে দুইবার দেই। - GERD Reflux কমাতে domperidone বা metoclopramide দেই PPI এর সাথে। পিছনের গেট দিয়ে বের যাতে না হতে পারে তাই একটা অপারেশনও মাঝেমাঝে করি, gastric fundoplication. - Dyspepsia এর পেটের ভুডুর ভাডুর কমাতে PPI সাথে immediate আরাম দিতে এন্টাসিড জাতীয় লিকুইড দিই। - H. Pylori থাকলে যত যাই PPI দিই না কেন, একে eradicate না করতে পারলে লাভ নাই। যেহেতু সে একটা bacteria তাই তাকে কিল করতে antibiotic ই দিতে হবে।

 

Amoxicillin, Metronidazole, Clarithromycin এই তিনটার যে কোন দুইটা ৭ দিন। প্রয়োজনে ১০-১৪ দিন। এই তিনটার মধ্যে Metronidazole resistance বেশি হয়, তাই Amoxicillin ও Clarithromycin কম্বিনেশন বেশি ব্যবহৃত হয়, সাথে PPI তো থাকবেই। তিনটাকে একসাথে তাই Triple therapyও বলা হয়। এতেও অনেক সময় কাজ হয় না, তখন সাথে আর একটা ওষুধ এড করে Quadraple therapy ব্যবহার করা হয়, OBMT- Omeprazole, Bismuth subcitrate, Metronidazole, Tetracycline. এতেও কাজ না হলে Omeprazole, Levofloxacin, Clarithromycin এই তিনটা দেওয়া হয়। তবে GERD থাকলে H. Pylori eradicate এ একটু সাবধান। কারণ এরা stomach এর ক্ষতি করলেও oesophageal mucosa তে protective ভূমিকা পালন করে।

 

গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কী কী অসুবিধা হতে পারে?

- প্রথম কথা বেশি দিন খাওয়া ঠিক না। একটানা ম্যাক্সিমাম ২ মাস, এরপর খুব বেশি প্রয়োজন হলে। - এরা এসিড সিক্রেশন কমায় ভাল কথা কিন্তু এসিড খাবারের জীবাণু ধ্বংস করে। তাই দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে পেটে আনুবীক্ষণিক পোকামাকড়েরা ঘরবসতি গড়ে তুলবে। এরে ডায়রিয়া হবে, gastroenteritis হবে। - HCl ফেরিক ফর্মের iron কে ফেরাস কনভার্ট করে absorption এ সাহায্য করে। তাই এসিড না থাকলে iron কম absob হয়ে iron deficiency anaemia হতে পারে।

 

- দীর্ঘদিন ধরে খেলে renal disease, osteoporosis হতে পারে। - PPI gut motolity বাড়ায়, ডায়রিয়াতে তাই এভয়েড করাই ভাল। তখন বিকল্প হিসেবে H2 blocker. প্রেসক্রাইভ করার সময় রোগীকে এসব অশনী সংকেতগুলো জানিয়ে দেওয়া ভাল। ফাইনালি প্রেগনেন্সিতে কোনটা দেওয়া যায় ইহা নিয়ে বিশাল মতভেদ আছে। তবে আমি যা জানি সেখানে সব PPI ই safe, তবে omeprazole ছাড়া বাকিগুলোই বেশি safe! কেউ কেউ বলে omeprazole ই বেশি safe।