ঢাকা, ০১ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫ || ১৯ মাঘ ১৪৩১
good-food
৭২৯

লটারি পাল্টালো জীবনবোধ 

মৃত্যুর প্রহর গোনা রনি পেলেন ১৭ কোটি! 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৮ ১ নভেম্বর ২০১৯  

পরিবহন বিভাগ থেকে অবসর নেয়ার পর গেল জানুয়ারিতে কোলন ক্যানসার ধরা পড়ে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার অধিবাসী রনি ফস্টারের। এরপর শুরু হয় কষ্টকর চিকিৎসা। করা হয় অস্ত্রোপচার। এরপর শুরু হয় কেমোথেরাপি। একদিকে ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে শারীরিক কষ্ট। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল রনির জীবন। তবে শেষ কেমোথেরাপি নেয়ার আগে তার জীবনে ঘটে গেল চমকপ্রদ এক ঘটনা। লটারিতে টাকা জিতে পাল্টে গেল তার জীবনবোধ। 

গেল সপ্তাহে ক্যারোলিনার বিউভিলের একটি স্টোর থেকে কয়েকটি লটারির টিকেট কেনেন রনি। প্রথম স্ক্যাচ কার্ড ঘষেই তিনি ৫ ডলার জেতেন। পরের টিকেট থেকেও কয়েক ডলার পান। শেষ মুহূর্তে তৃতীয় স্ক্যাচ কার্ড ঘষার পরই একবারে তিনি ২ লাখ ডলার জিতে যান, বাংলাদেশি টাকায় যার অর্থ মূল্য দাঁড়ায় ১৬ কোটি ৮৫ লাখ টাকা।

পুরস্কার প্রাপ্তি পর রনি ফস্টার জানান, শেষ কেমো নেয়ার আগে লটারি জেতাতে স্বভাবই তিনি অনেক খুশি। এ টাকা তার চিকিৎসা ব্যয়ে সাহায্য করবে। সেই সঙ্গে বাকি জীবনটাও তিনি স্বাচ্ছন্দে কাটাতে পারবেন। তার ক্ষেত্রে যেন প্রচলিত সেই প্রবাদ ‘সঠিক সময়ে, সঠিক ঘটনা’ সত্য বলে প্রমাণিত হলো।

লটারিতে জেতা টাকার কর পরিশোধের পর ফস্টার হাতে পাবেন ১৪ লাখ ৫০১ ডলার। বাংলাদেশি টাকায় যার অর্থ মূল্য ১১ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা। এ টাকা দিয়ে তিনি তার চিকিৎসার ব্যয় পরিশোধ করবেন। পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য। একটা নতুন গাড়ি কেনারও শখ আছে ফস্টারের।
 

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর