ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৪

মেক্সিকোর গণকবর থেকে ২৩ মৃতদেহ উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ১৮ জুলাই ২০২০  

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নগরী গুয়াদালজারার বাইরে পুলিশের ব্যারাকের কাছে লুকানো  কবরস্থানে অন্তত ২৩ জনের মৃতদেহ পাওয়া গেছে। 

জালিসকো রাজ্যের কৌঁসুলির অফিস বিবৃতিতে জানিয়েছে, যেখানে মৃতদেহগুলো পাওয়া গেছে, সেখানে প্রশাসনের লোক মোতায়েন করা হয়েছে। ৪ ব্যাগ বিভিন্ন নমুনা পাওয়া গেছে। ইতিমধ্যে ৩টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। সোমবার এ গণকবরের সন্ধান পাওয়া যায়।

কর্মকর্তারা জানান, এরই মধ্যে তিনটি মৃতদেহ তাদের পরিবার শনাক্ত করেছে। গুয়াদালজারা বাইরে এল সালটো পুলিশ স্টেশন থেকে মাত্র তিনটি ব্লক দূরে এ গণকবর পাওয়া গেছে। দুটি আবাসিক প্লটের মাঝে এটি অবস্থিত।
দেশে নিখোঁজ লোকদের অনুসন্ধান এবং কর্তৃপক্ষের সহায়তায় কবর খননে নিয়োজিত সংস্থা ফান্ডজি (এফইউএনডিইজে)। এর সমম্বয়ক গুয়াদালুপি আগুইলার বলেন, লোকজন বসবাস করে এমন দুইটি ভবনের মাঝে এ গণকবর। তাদের জিজ্ঞেস করতে হবে তারা কেন বিষয়টি জানায়নি।

সরকারি বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা প্রমাণ পেয়েছে সম্পত্তি সংক্রান্ত বিরোধে এ অপরাধ সংঘটিত হয়েছে।

মেক্সিকান সরকার বলেছে, দেশে এখন পর্যন্ত ৭৩ হাজার ২০১ লোক নিখোঁজ হয়েছে। এদের বেশীরভাগই ২০০৬ সালে মাদকবিরোধী অভিযান শুরুর পরে নিখোঁজ হয়। এখন পর্যন্ত ৬ হাজার ৬২৫ জনের মৃতদেহ গণকবর থেকে উদ্ধার করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর