ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৫

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৬ ২৮ ডিসেম্বর ২০২২  

মরিয়ম আফিজা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ এর প্রথম মেট্রোরেল চালক হিসেবে নতুন ইতিহাস গড়লেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বুধবার সকাল ১১টায় উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত দীর্ঘ-প্রতিক্ষীত মেট্রোরেল উদ্বোধন করেন। এসময় মরিয়ম আফিজা তার সহকারীদের নিয়ে মেট্রারেল চালিয়ে গন্তব্যে পৌঁছেন। 
ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানন, ‘মেট্রো রেল চালাতে প্রয়োজনীয় সংখ্যক অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে ছয় জন নারী চালক রয়েছেন। চালকরা  ট্রেনটি চালাতে প্রশিক্ষণ নিয়েছেন।  তারা দক্ষতার সাথেই ট্রেন চালাতে পেরেছেন।’
 তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতোকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক জানান, আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের  প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রাথমিকভাবে মেট্রোট্রেনটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে বিরতিহীন আগারগাঁও স্টেশন পর্যন্ত চলবে।