ঢাকা, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৫

মেসির পর ডি মারিয়াকে হত্যার হুমকি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৮ ২৬ মার্চ ২০২৪  

আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম সে দেশেরই দুই কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া। মেসির পর সেই শহরে এবার দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পেলেন ডি মারিয়া। বার্তা সংস্থা রয়টার্স আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তরা ডি মারিয়া রোজারিও শহরে ফিরলে তার পরিবারের সদস্যদের  হত্যার হুমকি দিয়েছে।

 

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার জার্সিতে খেলা ডি মারিয়া গেল সপ্তাহেই জানিয়েছেন, শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে হয়ে খেলেই তিনি ইতি টানতে চান ফুটবল ক্যারিয়ারের। ওই ঘোষণার পরই হুমকি পেলেন তিনি।

 

রোজারিও শহরের একটি আবাসিক এলাকায় বাড়ি ডি মারিয়ার। সেই এলাকার বাড়িতেই দুর্বৃত্তরা সোমবার ভোরে হুমকি সংবলিত একটি কাগজ ছুঁড়ে ফেলে যায়। দুর্বৃত্তরা একটি ধূসর গাড়িতে চড়ে সেই এলাকায় প্রবেশ করে সেই কাগজ ছুঁড়ে দেয় মারিয়ার বাড়ির দিকে। কাগজটিতে আর্জেন্টাইন তারকার পরিবারের উদ্দেশে লেখা ছিল, ডি মারিয়া শহরে ফিরলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও তাকে নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না।

 

দুর্বৃত্তদের হুমকির পুরোপুরি বার্তাটি পুলিশের বরাত দিয়ে আর্জেন্টিনার নিউজ পোর্টাল ইনফোবে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। যদি সে ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগজে লেখা বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

 

গেল বছর একই ঘটনার শিকার হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবার। তাদের পারিবারিক সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। ‘তোমার জন্য অপেক্ষা করছি আমরা মেসি। পাবলো ইয়াভকিন ((রোজারিওর মেয়র) নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ এমন লেখা সংবলিত কাগজ ফেলে রেখে গিয়েছিল সেই সন্ত্রাসীরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর