ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
১৮৮১

মেয়েদের সামনে প্রকাশ্যে পিতাকে উলঙ্গ করে পেটালেন তিনি (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫৪ ২৮ অক্টোবর ২০১৯  

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার। শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করলেন এক যুবক। একাধিক মামলার আসামি ওই যুবকের নাম হাসান। হিংস্রভাবে নির্যাতনের একটি ভিডিও ফেসবুক - ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রোববার রাত থেকে।

 

ভিডিওতে দেখা যায়, জসিমকে তার দুই শিশু সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করছেন বিভিন্ন মামলার আসামি হাসান। শিশু দুটি চিৎকার করছে। কান্নাকাটি করছে তাদের বাবাকে বাঁচানোর জন্য। কিন্তু কেউই এগিয়ে আসেনি। 

স্থানীয় সূত্র জানায়, লালমোহন উপজেলার ২নম্বর কালমা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ির আবু ড্রাইভারের ছেলে বিভিন্ন মামলার আসামি হাসান একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলী বাড়ির মৃত আব্দুল মোন্নাফের ছেলে মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ডাওরী বাজারে জসিমকে জনসম্মুখে উলঙ্গ করে তার দুই শিশু কন্যার সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করেন হাসান।

 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির গণমাধমকে জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে পিটিয়েছিল। তখন তারা ভয়ে কেউ কিছু বলেনি। মামলাও দেয়নি। হাসানকে অন্য মামলায় সম্প্রতি গ্রেফতার করার পর ভিডিওটি ভাইরাল হয়। কন্যাদের সামনে কেন বাবাকে পেটানো হলো তা আমরা খতিয়ে দেখব।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর